আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২৩,অপরাহ্ন ২৪ জুলাই ২০২৪স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া যুবলীগের আয়োজনে আয়োজিত হয় প্রতিবাদ সভা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগের এ আয়োজন।
কাতালোনিয়া যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর ও সদস্য ইমরান আহমেদের যৌথ পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার, ২১শে জুলাই বার্সেলোনার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ সভা। এ সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের সভাপতি এম.নজরুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সভাপতি এস.আর.আই.এস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামীলীগের সভাপতি নুরে জামাল খোকন, সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, স্পেন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা, কাতালোনিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক নুরু ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলনে বিএনপি-জামাত এর দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে এবং বিদেশে বসে গুজব ছড়িয়ে সাধারণ ছাত্রদের ডাকা আন্দোলনকে পূজি করে ক্ষমতায় যাওয়ার জন্য যে দেশের সম্পদ নষ্ট করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামাত তা আমাদের জন্য কোনভাবেই কাম্য নয় এবং এসব কর্মকান্ডের জন্য দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবীও জানান বাংলাদেশ সরকারের প্রতি।