বার্সেলোনায় দুর্গাপূজা উদযাপিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৩০,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০২৪স্পেনের বার্সেলোনায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী প্রায় আটশত হিন্দু সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উক্ত পূজা উৎসব ৪ দিনব্যপী পালিত হয়।
একটানা ৪ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতায় ছিলো, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী, মহানবমী ও ১২ অক্টোবর বিজয়া দশমী।
হিন্দু ধর্মালম্বীদের সংগঠন এসোসিয়েশন কালচার হিন্দু বার্সেলোনার উদ্যোগে বার্সেলোনায় চার তারকা হোটেল সুনটেল-এর আকুয়ারেইয়া অডিটোরিয়ামে অস্থায়ী পূজামণ্ডপে এ দুর্গোৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে পূজা উদযাপন করা হয়। পূজা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আশুতুস দে, সুমন শাহা, সংকর দেবনাথ, শিমুল চক্রবর্তী, সুব্রত পাল, রাজিব কুমার, রিন্টু দেব, জয়দেব জয়, নয়ন দেব, সজিব মার্টিন, নিক্ষন রয়, রিন্টু দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাতালোনিয়ায় বসবাসকারী হিন্দু ধর্মালম্বীদের পরিবার পরিজনের অংশগ্রহণসহ এবং শিশু-কিশোরদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ছিল লক্ষনীয়। প্রতিদিনের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অস্থায়ী পূজামণ্ডপের হল দর্শক ও ভক্তদের ভীড়ে পরিপূর্ণ ছিলো।
পূজা অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বার্সেলোনার ও তার পাশ্ববর্তী শহরের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।