বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দিলো কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া এবং শেড অব নেচার
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:১৭,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২৪সদ্যবিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়ায় যৌথভাবে ঘর নির্মাণ করে দিয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বার্সেলোনা) কাতালোনিয়া এবং শেড অব নেচার কুলাউড়া।
সোমবার (২১শে অক্টোবর) হিংগাজিয়ায় শেড অব নেচারের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন নির্মান প্রকল্পের এ নতুন ঘরটি।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনগুলির পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরটি নির্মাণ করা হয়। এই প্রকল্পে উভয় সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত সাবেক সদস্যরাও সহায়তায় এগিয়ে আসেন।
ঘর হস্তান্তরে শেড অব নেচারের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফিয়ান আহমেদ, শেকড় এর অন্যতম সদস্য জহিরুল ইসলাম কর্ণ, ব্যবসায়ী আলী মুনতাসির মামুন শিহান, শেড অব নেচারের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।