ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবি

সিদ্দিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ১:১০:৪৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২৫ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করেন প্রবাসী সদরপুর-চরভদ্রাসনবাসীরা।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সদস্য সচিব ইউনুস আলী। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন নওশাদ মণ্ডল এবং স্বাগত বক্তব্য দেন রবিউল হাসান।
সভায় বক্তব্য রাখেন আমজাদ প্রামাণিক, নাফিস প্রামাণিক, রবিন আহমেদ, মো. আরিফ, মো. বাধন এবং আমজাদ খান।
বক্তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফরিদপুর-৪ আসনটি বর্তমানে ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন নিয়ে গঠিত। অথচ ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এটি সদরপুর-চরভদ্রাসন নিয়ে গঠিত একটি পৃথক সংসদীয় আসন ছিল।
তারা অভিযোগ করেন, ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে দেশের ১৫৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে। এতে সদরপুর ও চরভদ্রাসনের জনগণ উন্নয়ন ও বরাদ্দে বৈষম্যের শিকার হয়।
বক্তারা আরো বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত, শুধুমাত্র ১৯৭৯ সালের নির্বাচন ব্যতীত, সদরপুর-চরভদ্রাসন ছিল একটি স্বতন্ত্র সংসদীয় আসন। তবে ২০০৮ সালের আগে ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতা উপেক্ষা করে শুধুমাত্র জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে ভাঙ্গাকে যুক্ত করে ফরিদপুর-৪ আসন পুনর্গঠন করা হয়। এতে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
তারা দাবি জানান, দ্রুত সদরপুর ও চরভদ্রাসনকে নিয়ে পূর্বের মতো ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে।
