কাতালোনিয়া বিএনপির ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:২৪:৫১,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৫কাতালোনিয়া বিএনপির ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪.০৪.২০২৫ইং) স্থানীয় সময় রাত ৮টায় ভার্চুয়াল সভার মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে শফিউল আলম, মনোয়ার পাশা, হারুন রশীদ, আজমান আলী, শিপলু আহমেদ নিয়াজী এবং মামুন রহমান দায়িত্ব পেয়েছেন।
ভার্চুয়াল সভায় স্পেন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কাতালোনিয়া বিএনপির কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাজনৈতিক জীবনবৃত্তান্ত জমা দেওয়া নেতারাও অংশগ্রহণ করেন।
সভায় কাতালোনিয়ার বিএনপি কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
