বার্সেলোনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:০৬,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২৫স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের নতুন মৌসুমের জার্সি উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় একটি রেস্টুরেন্টে ১৩ এপ্রিল, রবিবার সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং সঞ্চালনা করেন মাক্সুদুল হাসান রনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের সভাপতি সোহেল গাজী, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের পরিচালক মো. ছালিম হোসেন, বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা এবং বিশ্বনাথ আইডিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম রায়হান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, দলের ক্যাপ্টেন মোহন রহমানসহ বাংলাদেশ কিংস এবং বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রবাসে খেলাধুলা প্রসারে ক্লাবগুলোকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তারা বলেন, প্রবাসে এমন আয়োজন প্রজন্মকে উৎসাহিত করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন তাঁর বক্তব্যে ক্লাবের পক্ষে থেকে সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে জার্সির স্পনসর ‘বিজনেস ক্লাব’-এর নেতৃবৃন্দের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
