বার্সেলোনায় বাংলাদেশি প্রবাসীদের বড় ফুটবল উৎসব

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১:৫৯:১৫,অপরাহ্ন ০১ মে ২০২৫স্পেনের ভয়েস অব বার্সেলোনা ও শান্তাকলমার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় আয়োজন ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার সান্তস মঞ্জুইকের সাতালিয়া মাঠে (Camp Municipal de Futbol de la Satalia)। খেলাগুলো অনুষ্ঠিত হবে ২০ মে, ২৭ মে ও ৩ জুন, স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দল ৭ জন মূল খেলোয়াড় এবং ২ জন অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ৯ সদস্য নিয়ে গঠিত হবে। টুর্নামেন্টটি পরিচালিত হবে নকআউট পদ্ধতিতে এবং খেলায় অংশ নিতে প্রতিটি দলকে ৯০ ইউরো এন্ট্রি ফি প্রদান করতে হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে প্রথম পুরস্কার ১২০০ ইউরো এবং দ্বিতীয় পুরস্কার ৬০০ ইউরো নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনায় বেশ কিছু নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সময়মতো খেলায় উপস্থিতি, রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মানা, অশালীন আচরণে শাস্তির বিধান, নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান, ও নির্দিষ্ট নিয়মের মধ্যে খেলোয়াড় পরিবর্তন ইত্যাদি।
আয়োজক কমিটির পক্ষ থেকে বার্সেলোনা ও শান্তাকলমার সকল প্রবাসী বাংলাদেশিদের খেলা উপভোগ করতে এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
