পালমা মায়োর্কায় বিএনপি’র উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫১:০১,অপরাহ্ন ০৪ জুন ২০২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেনের পালমা দে মায়োর্কা ইসলাস বালেয়ারেস শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা জুন ‘২৫ইং, সোমবার তানিয়া ডোনার কাবাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জাকির হুসেন। সদস্য সচিব আজাদ আহম্মেদ এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহম্মদ সালাউদ্দিন ও সেলিম মিয়া। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিন্টু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কাউসার খান, সোহাগ খান, সাদী আহমেদ এবং সদস্য শাহিন আহমেদ, পাভেল মাতুব্বর, মো. সালাউদ্দিন, আলাউদ্দিন, মঞ্জু, রিয়াদ, রিজভী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন এবং উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ নেহাল। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
