বার্সেলোনায় ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর সফল সমাপ্তি

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৩:৩৭,অপরাহ্ন ০৫ জুলাই ২০২৫স্পেনের তারুণ্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনা এবং ভয়েস অব শান্তাকলমা’র যৌথ আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে ফুটবল টুর্নামেন্ট সিজন-২। বার্সেলোনার সাথালিয়া সকার মাঠে একই দিনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল, চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১ জুলাই ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত এ আয়োজনে ১৪টি অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মিলন-আতিক বিসিএন বনাম ব্রাদার ইউনাইটেড। ব্রাদার ইউনাইটেড ৪-২ গোলে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি, বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজমানি ও মেডেল তুলে দেন আগত অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন এ. আর. লিটু। এ সময় উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, ভয়েস অব বার্সেলোনার উপদেষ্টা শফিউল আলম শফি, লুৎফুর রহমান সুমন, শিপলু আহমেদ নিয়াজী, ফয়সল আহমেদ মোল্লা, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, সুনামগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আলীম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তুতিউর রহমান, বিশ্বনাথ আইডিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম রায়হান আহমেদ, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন রশীদ, শান্তাকলমা বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলম বাদল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনা ও শান্তাকলমা কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ফয়সল আহমেদ, এ. আর. লিটু, ময়েজ উদ্দিন, মোহন রহমান, মুরাদুল ইসলাম মুন্না, সাজ্জাদ সালু, সংগঠনের উপদেষ্টা পরিষদ ও উভয় সংগঠনের সদস্যবৃন্দ।
আয়োজক ‘ভয়েস অব বার্সেলোনা’ এবং ‘ভয়েস অব শান্তাকলমা’ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
