বার্সেলোনায় বাংলার মেলা সম্পন্ন

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১০:০১:৫১,অপরাহ্ন ১৪ জুলাই ২০২৫ইউরোপের অন্যতম বৃহৎ প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক আয়োজন ‘বাংলার মেলা’ অনুষ্ঠিত হয়েছে পর্যটন নগরী বার্সেলোনার প্রাণকেন্দ্র রাভাল চত্বরে। রোববার (১৩ জুলাই) রাম্বলা দেল রাভালের খোলা ময়দানজুড়ে দিনভর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশি সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর থেকেই বার্সেলোনা ছাড়াও শান্তাকলমা, ভিলাফ্রাংকা ও আশপাশের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে ভিড় জমান।
মেলায় ছিল চটপটি, ঝালমুড়ি, দই-ফুচকা, পান-সুপারি সহ নানা রকম বাঙালিয়ানা খাবারের স্টল।
দিনভর চলা আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল মঞ্চ পরিবেশনা। দেশ থেকে আগত ও স্থানীয় শিল্পীদের একের পর এক গান, নাচে দর্শকরা মুগ্ধ হন। করতালি আর উচ্ছ্বাসে মুখর ছিল পুরো রাভাল চত্বর, যেন ইউরোপ নয়, প্রিয় বাংলার কোনো মেলার মাঠে দাঁড়িয়ে আছেন সকলে।
বিকেল ৬টায় শুরু হওয়া মূল সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া’র সভাপতি শফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি শফিক খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্রো ও বার্সেলোনা সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছন্দময় ও প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালনা করেন নিগার সুলতানা, তাইফা রহমান ও মাসুদা পারভীন মুন্নী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশি শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা লিজা, তানহা তানিয়া, আয়েশা মৌসুমী, সাগর বাউল, স্বর্ণলতা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। আসরে স্থানীয় ব্যান্ড ‘রকা বাংলা’-র পরিবেশনা আরও জমিয়ে তোলে অনুষ্ঠান।
আয়োজনের শেষভাগে সহসভাপতি মোহামেদ কামরুল, সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাফার হোসাইন এবং সাংস্কৃতিক সম্পাদক রাজু গাজী অতিথি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে স্থানীয় সিটি কাউন্সিলের সহযোগিতায় ফিয়েস্তা মাইওরের অংশ হিসেবে ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া এ আয়োজন করে আসছে।
