১৩ ইউনিয়নের শক্তিকে এক করে এগিয়ে যেতে চান বিএনপির সুফিয়ান

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৪৮,অপরাহ্ন ০২ আগস্ট ২০২৫সাম্প্রতিক সময়ে ইউনিয়ন ও পৌর কমিটিকে কেন্দ্র করে নেতৃত্বের ভারসাম্য, প্রটোকল ও প্রতিনিধিত্বের প্রশ্নে এক খোলা চিঠি দিয়েছেন কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মূখ এবং জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন উপজেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পার্থী সুফিয়ান আহমেদ। ওই চিঠিতে তিনি ইউনিয়ন কাউন্সিলরদের প্রতি সরাসরি আহ্বান জানান এবং একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেন।
চিঠিতে তিনি বলেন, উপজেলা ও পৌর কমিটির প্রটোকল সমান হলেও, ইউনিয়নের ভোটার বা নাগরিকরা পৌর কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না, ঠিক তেমনি পৌর নাগরিক ইউনিয়নের ভোটার হতে পারেন না। অথচ পৌর এলাকার কাউন্সিলরগণ উপজেলা কমিটিতে নেতৃত্বের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা একটি বৈষম্য তৈরি করছে এবং বিতর্কের জন্ম দিচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, “যদি পৌর কমিটিতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না থাকে, তবে কেন আমরা বারবার পৌরসভা থেকে নেতৃত্ব আমদানি করবো?” এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে ইউনিয়নে যথেষ্ট যোগ্য নেতৃত্ব রয়েছে যারা চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত হওয়ার সক্ষমতা রাখেন।
সুফিয়ান আহমেদ তাঁর বক্তব্যে আত্মসম্মান, অস্তিত্ব ও ইউনিয়নের মর্যাদার প্রশ্নে ইউনিয়নের নেতৃত্বকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। তিনি মনে করেন, উপজেলা কমিটিতে ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
ইউনিয়ন থেকে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে সমর্থন প্রত্যাশা করে শেষাংশে তিনি উল্লেখ করেন, “উপজেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন থেকে একমাত্র প্রার্থী হিসেবে আমি হামলা-মামলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা একজন সহযোদ্ধা। ইউনিয়নের স্বার্থ রক্ষায় আমায় সমর্থন দিয়ে আপনারা সহানুভূতির পরিচয় দেবেন।”
তিনি কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের সকল কাউন্সিলরের প্রতি আহ্বান জানান, যেন তারা এ ১৩টি ইউনিয়নের পক্ষ থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের অবস্থান ও মর্যাদা সুদৃঢ় করেন।
