বার্সেলোনায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মাননা প্রদান এবং বনভোজনের আয়োজন

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০১:৩৯,অপরাহ্ন ১১ আগস্ট ২০২৫স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা সংগঠন ও ব্যক্তিদের সম্মাননা জানিয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, স্পেন শাখা। রোববার (১০.০৮.’২৫ইং) বার্সেলোনার মনজুইক পার্কে আয়োজিত সম্মাননা প্রদান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাব, বিজনেস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সমিতি ও কমিউনিটি নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও যারা কমিউনিটির জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন এই সম্মাননা তাদের প্রেরণা জোগাবে।
দিনব্যাপী এই আয়োজনে সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আমিন আলী রফিক ও সাধারণ সম্পাদক সাব্বির রহমান। আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের ছোট এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মুসফিকুর রহমান ফারুকি, আবু ইউসুফ, স্পেন বাংলা প্রেসক্লাব সভাপতি আফাজ জনি, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম, সেলিম আহমদ লালন, আব্দুল আলিম, আব্দুল জব্বার, এলাইচ মিয়া, আব্দুল জব্বার খসরু, মিনহার মাহমুদ, জহিরুল ইসলাম, মুজিবুল ইসলাম জুমন প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে খাবার পরিবেশন, মহিলা ও শিশু-কিশোরদের খেলাধুলা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
