স্পেনে কর জালিয়াতি রোধের নতুন নীতি ভেরিফ্যাকতু স্থগিত, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:০৮:৩৮,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৫স্পেনে কর জালিয়াতি প্রতিরোধে প্রণীত ভেরিফ্যাকতু বিধিমালা কার্যক্রমে আবারও বিলম্ব করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনো তাদের হিসাব-নিবন্ধনপদ্ধতি হালনাগাদ করেনি কিংবা সিস্টেমা ইনফরমাটিকো দে ফাচতুরাশিয়ন (SIF) ব্যবহার করে আসছে, তাদের জন্য এ বিধিমালা ২০২৭ সালের আগে বাধ্যতামূলক হবে না।
এটি বিধিমালাটির দ্বিতীয় দফা স্থগিতাদেশ। আগামী ১ জানুয়ারি করপোরেট করদাতা প্রতিষ্ঠান এবং ১ জুলাই থেকে স্বনিযুক্ত পেশাজীবীদের জন্য বিধিটি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে ২০২৫ সালে কার্যকর করার প্রস্তাব উঠলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে তা পিছিয়ে দেওয়া হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার এই স্থগিতাদেশের ঘোষণা দেন। পরে অর্থ মন্ত্রণালয় সংবাদসংস্থা এএফইকে নিশ্চিত করে জানায়, কার্যকর হওয়ার সময় এক বছর বাড়ানো হয়েছে। জুনটস দলের সঙ্গে সরকারের অবশিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠতে যাওয়া রিয়াল ডিক্রি আইনে এই সময়সীমা বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
স্থগিতাদেশের দাবি জানিয়ে আসছিল জুনটস দলসহ স্বনিযুক্ত শ্রমিকদের জাতীয় ফেডারেশন (ATA) এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে পিমেক (Pimec)। তাদের মতে, মাঝারি ও ছোট প্রতিষ্ঠানগুলোর (পাইমে) জন্য সফটওয়্যার-সংক্রান্ত বিনিয়োগ ব্যয় ও ডিজিটাল দক্ষতায় রূপান্তর, দুটোই উল্লেখযোগ্য চাপ তৈরি করছে, ফলে প্রস্তুত হতে আরো সময় প্রয়োজন।
ভেরিফ্যাকতু মূলত অর্থ মন্ত্রণালয়ের অ্যান্টিফ্রড আইনের অংশ, যার মাধ্যমে SIF-নির্ভর সব লেনদেনের স্বয়ংক্রিয় ট্রেসযোগ্যতা নিশ্চিত করা হবে। এটি হতে পারে বিশেষায়িত সফটওয়্যার, আবার পরিবর্তিত এক্সেল বা ও্যার্ড ফাইলও হতে পারে। নতুন ব্যবস্থায় ইনভয়েস প্রস্তুত ও জমাদানের তথ্য কর বিভাগ-সার্টিফায়েড সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আসিয়েন্দাতে পাঠাতে হবে। কেবল ভুল হলে এবং তাৎক্ষণিকভাবে সংশোধনের প্রয়োজন হলে ইনভয়েস সম্পাদনার সুযোগ থাকবে।
স্পেনের কর বিভাগ AEAT–র হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে করপোরেট করদাতা প্রায় ২০ লাখ প্রতিষ্ঠান এবং জুলাইয়ে ২৪ লাখ স্বনিযুক্ত পেশাজীবীর ভেরিফ্যাকটুতে যুক্ত হওয়ার কথা ছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিষ্ঠান জানিয়েছে, কার্যকরের পূর্বমুহূর্তে ব্যবসায়ীদের আগ্রহ দ্রুত বাড়ছিল- কারণ ধারণা ছিল, সময় শেষ হওয়ার আগে AEAT ইলেকট্রনিক বিল সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি চাইতে পারে।
বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, ভেরিফ্যাকতু বিধিমালা ও ইলেকট্রনিক ইনভয়েস আইন পৃথক। ইলেকট্রনিক ইনভয়েস ব্যবস্থার কার্যক্রম এখনো ২০২৭ সালে চালুর প্রস্তুতিতেই রয়েছে।




