পর্তুগালে অধিকাংশ নতুন মুখ নিয়ে ত্রয়োবিংশ সরকারের মন্ত্রিসভা গঠন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৪৭:৪৩,অপরাহ্ন ২৫ মার্চ ২০২২পর্তুগালে গত ৩০ শে জানুয়ারি বিগত সরকারের ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর অধিকাংশ নতুন মুখ নিয়ে ত্রয়োবিংশ সরকারের মন্ত্রিসভা গঠন গত ২৩ শে জানুয়ারি, পর্তুগালের ত্রয়োবিংশ সাংবিধানিক সরকারের প্রজাতন্ত্রের প্রেসিডেন্সি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বর্তমান সরকারের ১৯ জনের মন্ত্রিসভা থেকে দুইজন কমিয়ে অর্থাৎ ১৭ জন ডেপুটি নিয়ে তার এই মন্ত্রিসভা গঠন করেছেন এর মধ্যে ১০ জনই সম্পূর্ণ নতুন বাকি সাতজন মন্ত্রীর মধ্যে ছয়জন স্বপদে বহাল থাকলেও একজনকে পরিবর্তন করে ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নিশ্চিত করা হয়েছে এবারও কোন প্রতিমন্ত্রী থাকবে না তাছাড়া স্টেট সেক্রেটারি সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৩৮ এ নামিয়ে আনা হবে।
পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা হলেন, মারিয়ানা ভিয়েরা দা সিলভা(প্রেসিডেন্সি) ,জোয়াও ক্রাবিনহো (পররাষ্ট্রমন্ত্রী), হেলেনা ক্যারেইরাস (প্রতিরক্ষা), জোজে লুইস কার্নেইরো (অভ্যন্তরীণ প্রশাসন), ক্যাটারিনা সারমেন্তো ই কাস্ত্রো (আইনমন্ত্রী / বিচার), ফার্নান্দো মেদিনা (অর্থ), আনা ক্যাটারিনা মেন্ডেস ( সংসদ বিষয়ক), আন্তোনিও কস্তা সিলভা (পানি সম্পদ), পেদ্রো আদাও ই সিলভা (সংস্কৃতি), এলভিরা ফরচুনাটো (বিজ্ঞান, প্রযুক্তি এবং উচ্চতর শিক্ষা), জোয়াও কস্তা (শিক্ষা), ডুয়ার্তে কর্ডেইরো (পরিবেশ এবং জলবায়ু অ্যাকশন), আনা মেন্ডেস গুডিনহো (শ্রম, সংহতি ও সামাজিক নিরাপত্তা), মারতা টেমিদো (স্বাস্থ্যমন্ত্রী), পেদ্রো নুনু সান্তোস (অবকাঠামো ও আবাসন), আনা আব্রোনহোসা (আঞ্চলিক সমন্বয়) মারিয়া ডো সেউ আনটুনেস (কৃষি ও খাদ্য)