বার্সেলোনায় বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২২:৪২,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২স্পেনের বার্সেলোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা।
শনিবার (২৬ মার্চ) রাত ১০টায় কাতালোনিয়া বিএনপি’র আয়োজনে স্থানীয় একটি হলে এ সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান এবং প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান।
সভায় ভিডিও কনফারেন্সে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এবং লেখক, সংবাদ বিশ্লেষক, সাবেক সহকারী অধ্যাপক- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক ডক্টর এম মুজিবুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী, কাতালোনিয়া জিয়া পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়া, যুবদলের সহ সভাপতি ফয়সল আহমেদ, যুবদলের সহ সভাপতি জনি আহমেদ খান, যুবদলের সাংঠনিক সম্পাদক আব্দুল মাতিন মাসুদ, বিএনপি নেতা রেজু মিয়া, নানু আহমেদ, দবির আহমেদ, স্পেন কোকো স্মৃতি সংসদেরদের প্রধান উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাহির উদ্দিন, আবু নাঈম, আব্দুল খালিক, মনর মিয়া, মোনোয়ার আহমেদ, আবুল বাশার, আব্দুল রহিম, রুবেল আহমেদ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও দেশের মানুষ ব্রিটিশ ও পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থায় আছে। আর এই পরিস্থিতির মধ্যেও স্বাধীনতার মূল চেতনা বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে প্রবাসীদেরও যতেষ্ট ভূমিকা রাখার সুযোগ রয়েছে।