বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৯:৩৫,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২৩স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের কার্যক্রমকে সম্প্রসারণ এবং জুনিয়র ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে গঠন করা হয়েছে নতুন ক্রিকেট ক্লাব ‘বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাব’।
গত ২৬ আগস্ট, শনিবার স্থানীয় রাভাল সংলগ্ন মাঠ পিস্তা নেগরায় আয়োজিত ক্রিকেটারদের জার্সি বিতরণ অনুষ্ঠানে এ নতুন ক্লাবের ঘোষণা দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক জাফার হোসাইন।
প্রসঙ্গত, বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন ‘বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব’ এর খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেট লীগে সবাইকে খেলার সুযোগ সৃষ্টি এবং ক্লাবকে বিস্তৃত করতে জুনিয়র ক্লাব গঠন করা হয়েছে বলে ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।