বার্সেলোনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৭:১৭:৫৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২৪বার্সেলোনা ইসলামী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় প্রথমবারের মত আয়োজিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (২৫.১২.২৩), বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে বার্সেলোনা ইসলামী শিল্পী গোষ্ঠীর পরিচালক মাসুম আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
আব্দুল সিহাবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে ইসলামী একক সংগীত, যৌথ সঙ্গীত, নাটিকা, হামদ এবং নাথ পরিবেশন করেন ইসলামী শিল্পী গোষ্টির মাসুম আহমেদ, হারুনুর রসিদ, সালাউদ্দিন, জুবায়ের আহমেদ, সামসুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পীবৃন্দ নাটিকাগুলো উপস্থাপনের মাধ্যমে উপস্থিতিদের বিভিন্ন ইসলামী বার্তা প্রদানের চেষ্ঠা করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মসলিম কমিউনিটি বার্সেলোনার সভাপতি শহিদ আহমেদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান শিপলু, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম, আল ইসলাহ বার্সেলোনার সভাপতি গিয়াস উদ্দিন, বিজনেস এসোসিয়েশনর সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, মুকিত খান, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকবৃন্দ উৎসাহিত হয়ে ভবিষ্যতে খোলা মাঠে এধরণের অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করেন।