শান্তাকলমায় বাংলাদেশিদের দুর্গোৎসব
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০০:৪০,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০২৪স্পেনের শান্তাকলমায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তা কলমা হিন্দু উৎসবের ব্যানারে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এ দুর্গোৎসবের আয়োজন করা হয়।
ধর্মীয় বিভিন্ন রীতিনীতি পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব।
দুর্গোৎসবের অন্যতম আয়োজক দিলীপ ভৌমিকের সার্বিক তত্বাবধানে শান্তাকলমা এনং তার আশেপাশের শহর থেকে প্রতিদিন অসংখ্য প্রবাসী সহ কিশোর–কিশোরীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন পূজামণ্ডপে।
আয়োজক নেতৃবৃন্দ প্রতিবছর এ দুর্গা উৎসব আরও বড় আকারে উদযাপন করে দেবী দুর্গার মঙ্গলবার্তা বিশ্ব মানবতায় ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।