বার্সেলোনায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১০:৩৩,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০২৫বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বার্সেলোনা বিএনপি পরিবারের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে সেপ্টেম্বর স্থানীয় একটি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এইচ. এম. রায়হান আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হামিদ রুহেল। কুরআন তিলাওয়াত করেন কাতালোনিয়া বিএনপি নেতা আইনুল হক তফাদার। প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক।
আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিপলু আহমেদ নিয়াজি, কাতালোনিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপি নেতা খালেদুর রহমান চৌধুরী, সাবেক সহ-সভাপতি কাতালোনিয়া যুবদল সুমন পায়েল, কাতালোনিয়া বিএনপি নেতা আবু বকর মধু, কাতালোনিয়া বিএনপি নেতা রৌশন আলী এবং কাতালোনিয়া যুবদল নেতা মুক্তার হোসেন সোহেল।
সভায় বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি নেতা আলী আসকর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবাদুর রহমান, সাবেক ভিপি দালালবাজার ডিগ্রি কলেজ (লক্ষ্মীপুর) টিপু সুলতান, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হুসাইন ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হুসাইন।
বক্তারা ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আরও বলেন, একটি সংগঠিত চক্র পরিকল্পিতভাবে অনলাইনে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
