বার্সেলোনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:৫৬,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০২৫স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুবদল নেতা ফয়সল আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং ইফতেকার হোসেন কাসেমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম শফি এবং বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক লিটন, বখতিয়ার রহমান, তুতিউর রহমান, লায়েবুর রহমান, আবু শাহেন তালুকদার, ফয়সল আহমেদ ও ফরহাদ মীর রাজনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নির্দেশনার আলোকে দলের মধ্যে বিভাজন এড়িয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা যুবদলের ৪৭ বছরের পথচলা স্মরণ করেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।





