জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা নিয়ে বার্সেলোনায় বিএনপি পরিবারের আলোচনা সভা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫১:৪১,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০২৫ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাতালোনিয়া ও বার্সেলোনা বিএনপি পরিবারের উদ্যোগে স্পেনের বার্সেলোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেল।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক।
আলোচনা সভায় বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, বিএনপি নেতা খালেদুর রহমান, আজমল আলী, ফাহিম চৌধুরী এবং কাতালোনিয়া যুবদল নেতা সুমন পায়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনা মহানগর বিএনপি নেতা আখতার হুসাইন, এবাদুর রহমান, শহীদুল হক, আবু তুহিন, রিপন তালুকদার, হুসাইন আহমেদ, শফি আলম, তারেক রহমান, সুমন হুসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। এদিন কারামুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠিত হয়। বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।






