বার্সেলোনা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি শিপলু এবং সাধারণ সম্পাদক মাসুম
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৯:২৬:৩৪,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২৫স্পেনের বার্সেলোনা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ নভেম্বর সংগঠনের স্পেন ইনচার্জ জনাব রাইসুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের শতাধিক কর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে সর্বোচ্চ সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন ওয়াহিদুর রহমান শিপলু। এছাড়া গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে নির্বাচিত ও মনোনীত সদস্য মিলিয়ে মোট ১১ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
২০২৫–২০২৭ সেশনের নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি ওয়াহিদুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ মাওলানা মুজিবর রহমান, অফিস ও পাঠাগার সম্পাদক শহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক রুহুল আমিন, প্রশিক্ষণ ও দাওয়া সম্পাদক আকমল হোসেন, ইসলামী সাংস্কৃতিক সম্পাদক সামছুল ইসলাম, ইয়ুথ সম্পাদক হারুনূর রশিদ, ইয়ুথ সেক্রেটারি হামিদুল হক সুজন, সানতাকলমা জোন ইনচার্জ আকমল হোসেন।
নির্বাচন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে যুব সমাজকে সুসংগঠিত করে তাদেরকে কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন গঠনে উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামীর প্রবাসী প্রজন্মকে যোগ্য করে তুলতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুর রহমান শিপলু উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।






