শিবচর প্রবাসী পরিবারের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:৩৮:১৯,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০২৫স্পেনের বার্সেলোনায় বসবাসরত শিবচর উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তাকলমার স্থানীয় একটি হলে ১৯শে জানুয়ারী আয়োজিত এ সভায় বার্সেলোনা এবং শান্তাকলমায় বসবাসরত শিবচর প্রবাসীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে পরিচিতি বিনিময় করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা পরিবারের আবুল মাতব্বর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আসাদ ডালি ও ফায়সাল মোল্লা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত ঢালী, রবিন ফরাজ, মনির হোসাইন, ফোরকান ঢালী, গিয়াস মাতব্বর, শাহাদাত মিয়া, মনির হোসেন শাহিন, মিন্টু মিয়া, কোহিনূর, মামুন মোল্লা, ইমরান হোসেন তালুকদার, শাহীন শাহ মাদবর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজেদের এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুখ-দুঃখে সহযোগিতা করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শিবচর উপজেলা পরিবারের এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সদস্যদের পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিবচরের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং শিবচরের উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।