আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৪৭,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০বিশ্ব বাংলা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কনিষ্ট পূত্র আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্পেনের কাতালোনিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল। ২৬শে জানুয়ারী, রবিবার বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হওয়া এ মাহফিলে স্থানীয় মুসল্লীরা ছাড়াও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, বিএনপি নেতা আনহার আলী, যুবদলনেতা ইফতেখার হোসেন কাসেম, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন বার্সেলোনার আহবায়ক আজমল আলী, আকপবর হোসেন দিপু, হামিদ রুহেল প্রমুখ।
মরহুমের আত্মার মাগফেরাত এবং বিএনপির কারাবন্দী চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার দির্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন।