এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়া দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:২৫:৪১,অপরাহ্ন ১১ মার্চ ২০২০নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিরাপদ এবং দুনিয়া থেকে চিরবিদায় নেয়া আত্মীয় স্বজনের রোহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়া।
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে সোমবার (০৯.০৩.২০২০) বাদ মাগরিব স্থানীয় মুসল্লী, কমিউনিটির সামাজিক ব্যক্তিবর্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ এ মাহফিলে উপস্থিত ছিলেন।
শাহ জালাল জামে মসজিদের ইমাম মওলানা মোঃ ইসমাইল হোসেনের দোয়া পরিচালনায় এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়া সহ-সভাপতি এমরান হুসাইনের দাদা, উপদেষ্ঠা এলাইছ মিয়ার দাদী ও সদস্য আলাউর রহমানের দাদীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি উইঘু, রোহিঙ্গা, ভারত তথা বিশ্বের সকল নির্যাতিত মুসলমান ছাড়াও সমসাময়িক করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে নিরাপদে রাখার জন্যও আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়।