বার্সেলোনায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন
![](http://bishwa-bangla.com/files/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-05-at-23.56.15.jpeg)
এম. লায়েবুর রহমান
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:২৪,অপরাহ্ন ০৬ জুলাই ২০২০স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন সাইন ষ্টুডিও নামে নতুন একটি হেয়ার স্টাইলিশ সেলুন উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে কাইয়ে রবাদরের ৭ নাম্বারে প্রতিষ্ঠানটিতে জড়ো হন স্থানীয় প্রবাসী বাংলাদেশী।
৫ই জুলাই উদ্বোধনী এ অনুষ্ঠান দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন এবং মাওলানা আবদাল হোসেন। এ সময় কমিউনিটির বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইন ষ্টুডিও এর কর্নধার লিমন মিয়া আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তাঁর এই নতুন প্রতিষ্ঠানের জন্য সকলের নিকট দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
![](https://bishwa-bangla.com/files/uploads/2020/08/trasparent-bishwa-bangla-300x83.png)