পর্তুগালে রাষ্ট্রপতি পুত্র সাংসদ তৌফিকের জন্মদিন পালন
বেলাল আহমেদ
প্রকাশিত হয়েছে : ৬:৩১:০৬,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০২০পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের জন্মদিন পালন করা হয়েছে। লিসবনের বাঙালী কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে ২৭ অক্টোবর লিসবনের সুন্দরবন ট্যুরিজমের কার্যালয়ে এই জন্মদিন পালন করা হয়।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পর্তুগাল প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা ও পর্তুগাল আওয়ামীলীগ নেতা তানভীর আলম জনি’র উদ্যোগে এই জন্মদিনের অনুষ্টানে আগতরা রেজওয়ান আহাম্মদ তৌফিকের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করে দেশ ও জনগণের কল্যাণে তাঁর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্টানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মিজানূর রহমান মাসুদ,পর্তুগাল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো: শফিউল আলম,পর্তুগাল ইমিগ্রেশন অফিসার মো: মঈন উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোহিন উদ্দিন, সাংবাদিক মো: রাসেল আহাম্মেদ, ব্যাবসায়ী আব্দুল ওয়াহিদ পারভেজ, আহসান উল্লাহ সরকার, মো: সুমন, আব্দুল্লাহ আল মামুন, মো: উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা শাহজালাল প্রমূখ।
জন্মদিন পালন অনুষ্টানের আয়োজক তানভীর আলম জনি তাঁর বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তাঁর পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের পক্ষ থেকে অনুষ্টানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা ছাড়াও ভবিষ্যতেও যেনো তারা সাধারণ মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যেতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন। সবশেষে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। উল্লেখ্য করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে এই জন্মদিন পালন করা হয়।