মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৪৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৪স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন প্রবাসীদের সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঠনের সভাপতি নুরুজ্জামান আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন।
এসময় পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন বার্সেলোনায় বসবাসরত মাথিউরা ইউনিয়ন প্রবাসী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঠনের উপদেষ্টা ইকবাল বকশী, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেল আহমদ, প্রচার সম্পাদক ইমন আহমদ।
বক্তারা তাদের বক্তব্যে অতীত উন্নয়নমূলক কর্মকাণ্ড উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যতেও সমাজ উন্নয়নে জুরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা কামরুজ্জামান, ময়নুল আহমেদ, জয়নাল আহমদ, সহ-সভাপতি খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল লোদী, সদস্য মাহমুদুল হাসান, আবেল আহমদ, খালেদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।