‘মুজিব: একটি জাতির রূপকার’ বার্সেলোনায় প্রদর্শীত হবে
বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৪৬,অপরাহ্ন ৩০ মে ২০২৪স্পেনের বার্সেলোনায় প্রদর্শীত হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকটি। শুক্রবার ৩১ মে ২০২৪ইং বার্সেলোনার জিরোনা সিনেমা হলে বিকেল ৫.৪৫ ঘটিকায় একমাত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবিটির প্রদর্শনিতে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি এবং কাউন্সেলর (রাজনৈতিক) ইমাদুল হক।
ইতিমধ্যে বায়োপিকটির প্রদর্শনীর জন্য বিভিন্ন মাধ্যমে দূতাবাসের দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে।
‘মুজিব: একটি জাতির রূপকার’ বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। এতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (এনএফডিসি) লিমিটেড নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছে।
ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, অন্যদিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ।
বঙ্গবন্ধুর বড় মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি, তৌকীর আহমেদসহ অনেকেই আছেন এ ছবিতে।