টিকা নেয়ার ৪৮ঘন্টা পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-পজিটিভ

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৯:০৩,অপরাহ্ন ২০ মার্চ ২০২১করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, ৬৮ বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে। বর্তমানে তিনি তার বাসভবনে আইসোলেশনে আছেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, আক্রান্তের মাত্র দু’দিন পূর্বেই ইমরান খান করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তু এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইমরান খান গত কিছু দিনে নিয়মিত অনেকগুলো সভায় অংশ নিয়েছেন। এর মধ্যে একটি ছিল রাজধানী ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলন।
এতে বহু মানুষ যোগ দিয়েছিলেন। সেই সম্মেলনে ইমরান মাস্ক না পরেই বক্তৃতা দেন। এ ছাড়া গত শুক্রবার তিনি দরিদ্রদের জন্য একটি আবাসন প্রকল্প উদ্বোধন করার জন্য আরেকটি সভায় যোগ দিয়েছিলেন।
উল্লেখ্য, ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তু এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।
সে কারণে টিকা নেবার পরের কয়েক সপ্তাহ সময়কাল পর্যন্ত যে কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন – এমন সম্ভাবনা থেকে যায়।
