ইউক্রেনের বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:২৬,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২২ইউক্রেনের বাহিনী খারকিভের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ রবিবার বলেছেন, তিনি ইউক্রেনের দ্বিতীয় শহরে রাশিয়ান সেনাবাহিনীর অগ্রগতি এবং রাস্তার লড়াইয়ের ঘোষণা করার কয়েক ঘন্টা পরে।
ফরাসি সংস্থা এএফপির বরাতে জানা গেছে ,সিনেগুবভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , “খারকিভ আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
১.৪ মিলিয়ন বাসিন্দার সাথে, খারকিভ ইউক্রেনের উত্তর-পূর্বে রাশিয়ান সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
সিনেগুবভ বলেন , “রাশিয়ান শত্রু সম্পূর্ণরূপে হতাশ”। সৈন্যদের একটি দল তাদের যানবাহন পরিত্যাগ করেছে এবং “ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে”, ।