বার্সেলোনায় সিলেট দক্ষিন সুরমা এসোসিয়েশনের ইফতার সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৫৫,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৪সিলেট দক্ষিন সুরমা এসোসিয়েশন বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ২৫শে মার্চ, সোমবার বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এ মাহফিল।
ময়নুল ইসলামের পরিচালনায় স্থানীয় কম্যুনিটির সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মিনহার আহমদ, শিপলু আহমেদ, রুবেল, ইমরুল ইসলাম খান পলাশ প্রমুখ।
ইফতার পূর্ববর্তী ইসলামিক আলোচনায় বয়ান পেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।