নোয়াখালী এসোসিয়েশনের তাফসীর ও ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৪:০৪,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৪বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের আয়োজনে তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে বাদ আসর থেকে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন পর্তুগাল মার্তিম মনিজ জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ কবির হোসাইন।
সংগঠনের সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং আনিস হান্নানের পরিচালনায় মাহফিলে বার্সেলোনায় বসবাসরত বৃহত্তর নোয়াখালী প্রবাসী বাংলাদেশী ছাড়াও কম্যুনিটির সাংবাদিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাফসীরুল কোরআন শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।