বার্সেলোনায় প্রবাসী বিশ্বনাথবাসীর ইফতার সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:২০:৩৫,অপরাহ্ন ২৯ মার্চ ২০২৪স্পেনে বিশ্বনাথ আইডিয়াল অ্যাসোসিয়েশন বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।
বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে ২৮শে মার্চ আয়োজিত হয় এ আয়োজন।
ইফতার মাহফিলে বার্সেলোনার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া সংগঠনের সভাপতি এইচ এম রায়হান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রথম সদস্য লায়েবুর রহমান, উপদেষ্টা আহমেদ আলী, শাহীন আহমেদ, বেলাল আহমেদ, ফখর উদ্দিন, করিম উদ্দিন, জাহির উদ্দিন, মনোয়ারা হোসেন, রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল বাসেত কয়সর, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, ঢাকা জেলা সমিতির সভাপতি শাহ আলম স্বাধীন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তুতিউর রহমান, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আজাদ আবুল কালাম, এলাইস মিয়া, রফিক উদ্দিন, সেলিম আহমদ লালান, করিম উদ্দিন, আব্দুল জব্বার খচরু, ওয়াজিজুর রহমান মুজিব প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনায় ইসলামি বয়ান পেশ এবং মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শরফ উদ্দিন আজাদ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।