রাইডার্স স্যোসিয়ালের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৯:০২,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৪বার্সেলোনা রাইডার্স স্যোসিয়ালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
১লা এপ্রিল স্থানীয় শাহজালাল জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের মঈনুদ্দিন আহমেদ ফুয়াদ, মো.আবু বক্কর, নয়ন আলী, রাজন আহমেদ, মিফতা মামুন, টয়ন আব্বাস, আরিফ হাসান, জামিউল হক, মো.তুহিন, আবুল কালাম, ইমরুল ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ মাহফিলে উপস্থিত ছিলেন বার্সেলোনার ব্যাবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
আগত মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন রাইডার্স স্যোসিয়ালের মঈনুদ্দিন আহমেদ ফুয়াদ।
ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলোয়াত, দুরুদ শরীফ এবং দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন।