জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শান্তাকলমার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:৫০:৩০,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২৫জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের শান্তাকলমা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) শান্তাকলমার স্থানীয় একটি হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য সচিব এ আর লিটু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সালু।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইকবাল হোসেন এবং মাহিন হাসান। সম্মেলনে দলের আন্তর্জাতিক সম্পাদক নাছির আহমদ শাহীন এবং মোহাম্মদ সেলিম হোসেন টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তাকলমা বিএনপি নেতা ফয়েজ আহমদ, কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, অর্থবিষয়ক সম্পাদক আবু শাহেন, বিএনপি নেতা ফরহাদ মীর রাজন, লুৎফুর রহমান, আল আমীন, মুরাদুল ইসলাম মুন্না এবং শান্তাকলমা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দবীর আহমদ।
এছাড়া, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মইন উদ্দিন আহমদ ফোয়াদ, সদস্য সচিব সালাউদ্দিন ভূঁইয়া তুষার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া এবং সদস্য সুমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলে নতুন কর্মী যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এ সময় নতুন সদস্য সংগ্রহের জন্য দলীয় ফরম বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কর্মীদের যোগদানের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
