বিশ্বনাথ উপজেলার রামপাশায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন।

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১৫:২৩,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২০সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশার উত্তরপাড়াস্থ মাঠে ১ম ৫নং ওয়ার্ড বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ সম্পন্ন হয়েছে। রবিবার (২৯.১২.’১৯) রাত ৮টায় টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন অনটাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের পরিচালক মো. লায়েবুর রহমান। ইসলাম উদ্দিন ও বাবুল খাঁন এর যৌথ পরিচালনায় এবং রফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আনোয়ার খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, একলিমিয়া দ্বীপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম হেকিম উদ্দিন, ক্রীড়া সংগঠক কাওছার আহম তুলাই, সৌদি আরব প্রবাসী ইলাল মিয়া, হাফিজ আব্দুল কাইয়ুম, প্রবাসী আব্দুল মনাফ মনাই, বিশ্বনাথ দলিল লেখক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদর নূর খান, ক্রীড়া সংগঠক সাদ নূর মাস্টার, সায়েদ আলম, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ৪নং র্যাঙ্কিংয়ের আরব শাহ, রামপাশা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন শিমুল, তরুণ ক্রীড়া সংগঠক মোশাহিদ আলী কাজল, সাবেক ফুটবলার ইমাম উদ্দিন।
পরিচালনা কমিটির সভাপতি শরফ আলী (লিডার), সাধারণ সম্পাদক ফয়জুন নূর আরো উপস্থিত ছিলেন , ছাদিকুর রহমান, শামীম, হোসাইন, আজিদ, নাহিম, আলম, সাফওয়ান, সাব্বির, শামিম খাঁ, রিয়াজ, রাজ আলম, নাইয়ুম, ইমন রাজ, দিলশুর, ইমাদ,, জামাল প্রমুখ। খেলায় ইমাজ জুটি ০২ সেটে বিজয় লাভ করে এবং নাইম জুটি ০ সেটে পরাজয় লাভ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
