বার্সেলোনায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ১১:০৬:৩৭,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২৩স্পেনের বার্সেলোনায় কিংস ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ‘২৩ এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। মোট আটটি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ আয়োজনের সহযোগিতায় ছিল বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাব।
৬ সেপ্টেম্বর, বুধবার বার্সেলোনার মঞ্জুইক মাঠে অনুষ্ঠিত একদিনের এ টুর্নামেন্টের ফাইনালে টিম কাসা বাংলা ও রাভাল কিংস অংশ নেয়। সীমিত ৬ অভারের এ ম্যাজিক ক্রিকেটে রাভাল কিংস ১৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।
চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমের পাশাপাশি টুর্নামেন্টের অন্যতম খেলুয়াড় শফিকুল ইসলামকে বেষ্ট বোলার এবং আশরাফুল মামুন কে বেষ্ট ব্যাটসম্যান হিসেবে পুরস্কিত করা হয়।
আয়োজক সংগঠন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং আফাজ জনির পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কয়সর, বিজনেস অ্যাসসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট স্পন্সর জাফার হোসাইন, ফয়সাল আহমেদ, নোমান সুমন।