ইতালিতে ৩ দেশের নিষেধাজ্ঞা আগামী ২১ জুন বর্ধিত

বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:২১,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২৩বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আবারও বর্ধিত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা আগামী ২১ জুন পর্যন্ত করা হল। স্থানীয় সংবাদ মাধ্যমে আজ (৩০মে) এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।
এ নিয়ে চতুর্থ বারের মত ৩ দেশের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। স্থানীয় সুত্রে জানা যায়, বর্তামানে করোনা পরিস্থিতি ইতালিতে উন্নতির দিকে তুলনামূলক
ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। যার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে যেন করোনা পরিস্থিতির অবনতি না হয়।
সেদিক বিবেচনা করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে বাংলাদেশ,ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ২১ জুন বর্ধিত করা হল। এর আগে ৩০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত মাসে (এপ্রিল) বাংলাদেশের সাথে ইতালির সাথে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশিরা বিপাকে পড়েছেন।
প্রবাসীরা জানায়, বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞার কারনে চাকরি হারানোর আশংকায় রয়েছ অনেক প্রবাসীর। কারো আবার ব্যবসার ক্ষতি হচ্ছে বিমান চলাচল বন্ধ থাকায়। প্রবাসীরা মনে করেন বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া হলে চরম আর্থিক সংকটের মুখোমুখি হবেন তারা। এদিকে ১৮ মে থেকে সমগ্র ইতালিতে চলাফেরায় শিথিল করা হয়েছে এবং আগামী মাসে ( ৩ জুন) হতে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যেতে হোমকোরান্টাইন যে বাধ্যকতা ছিল তা তুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। অন্যদিকে শুক্রবার (২৯ মে)একদিনে মৃত্যু ৪১৭ জন। আক্রান্ত ১২ হাজার ৯শ ১৬ জন।
অতএব, আরও বেশি সংখ্যক লোক তাদের পরিবারের সাথে বাড়িতে সময় কাটায় এবং ইন্টারনেটে অর্থোপার্জনের নতুন উপায়ও খুঁজে পায়। স্লোটোগেট অনলাইন ক্যাসিনোতে প্রচুর স্লট রয়েছে। সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক – https://slotogate.com/de/slots/mega-moolah/
