কমলগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৫:২৭,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে পুকুরে পড়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টায় ছয়কুট মুন্সিটিলা এলাকার ঘটনাটি ঘটে।
জানা যায়, ছয়কুট মুন্সিটিলা এলাকার ড্রাইভার মিজান মিয়া শিশু কন্যা নাসিমা বেগমকে (৮) দুপুরে বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির সামনের পুকুরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরে বাড়ির লোকজন পানি থেকে উদ্ধার করে শিশুকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রহিমপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আজির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।