মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:২৭,অপরাহ্ন ২৮ মার্চ ২০২৪বার্সেলোনায় মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান আলী এবং সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন।
২৬শে মার্চ বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে স্থানীয় প্রবাসি বাংলাদেশি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল বকসি, ময়নুল ইসলাম, জয়নাল আহমেদ, আলতাফ হোসেন, শাহেল আহমেদ, দুলাল আহমেদ, ছরওয়ার হোসেন, নুরুল ইসলাম, ইমন আহমেদ, আবেল আহমেদ, রাজু আহমেদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল প্রমূখ।
ইফতার পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।