প্রাক্তন প্রেমিকের ‘প্রেমপত্র’ পোড়াতে গিয়ে গোটা বাড়ি পুড়িয়ে ছাই!
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:৫৯,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯নিউজ ডেস্ক:
সদ্য ব্রেক-আপ হয়েছে ৷ প্রাক্তন প্রেমিকের দেওয়া কোনও জিনিসই আর ঘরে রাখতে চাননি তরুণী ৷ তাই প্রাক্তন প্রেমিকের কাছে পাওয়া সব উপহারের পাশাপাশি ‘লভ লেটার’-গুলিও পুড়িয়ে ফেলতে গিয়েছিলেন ৷ কিন্তু তাতে নিজের বিপদ নিজেই ডাকলেন ওই তরুণী ৷ চিঠিগুলি পোড়ার পাশাপাশি গোটা বাড়িতেই লেগে গেল আগুন ৷ দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যত্র ৷
ঘটনায় কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও মোট চার লাখ টাকা মূল্যের সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ওই তরুণীর কাণ্ডে মাথায় হাত তাঁর প্রতিবেশীদেরও ৷ কারণ তাঁদের বাড়ি এবং জিনিসপত্রও পুড়ে গিয়েছে ৷ প্রেমপত্রগুলি পোড়াতে গিয়ে আগুন লেগে যায় ঘরের কার্পেটে ৷ তার থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ পোড়া গন্ধে ঘুম ভাঙলে ঘটনাটা প্রথম বুঝতে পারেন তরুণী। কিন্তু তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ।