কুলাউড়ায় লাইটেসের ধাক্কায় প্রাণ গেলো সিএনজি চালকের
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:২৬,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া- ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি এলাকায় বুধবার (২ অক্টোবর) রাতে দ্রুতগামী লাইটেসের ধাক্কায় প্রাণ গেলো আজবর আলী (৪২) নামে সিএনজি অটোরিক্সা চালকের। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আজবর আলী টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের মৃত এরফান আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সন্ধ্যার কিছুক্ষণ পর কুলাউড়া-ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাল্লাকান্দি নামক স্থানে একটি দ্রুতগামী লাইটেস আজবর আলীর সিএনজি অটোরিক্সাকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার ট ১১-৪২৬৬) দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আজবর আলী মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই সিএনজি চালক আজবর আলীর মৃত্য হয়ু।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আর রশীদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসআই হারুন আর রশীদ জানান, নিহত আজবরের পরিবার সিদ্ধান্ত নেবে ময়নাতদন্ত করবে কিনা ? তারা ময়নাতদন্ত না চাইলে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ নিতে পারবে।