মৌলভীবাজারে ইভটিজিং প্রতিরোধে পুলিশের উদ্যোগে র্যালি
স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৩৮,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯‘সবাই হলে সচেতন,ইভটিজিং রুখতে কতক্ষন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে র্যালি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার( ৩ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি,জেলা প্রশাসক নাজিয়া শিরিন,পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার),জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘সামাজিক সচেতনতা ছাড়া ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব নয়। তাই যার যার অবস্থান থেকে ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে হবে এবং ইভটিজিংয়ে বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ থেকে ইভটিজিং নির্মুল করা সম্ভব হবে।