দূর্গাপূজা উপলক্ষে ওসমানীনগরসহ দেশবাসীকে শুভেচ্ছা

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৫৯,অপরাহ্ন ০৪ অক্টোবর ২০১৯হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ওসমানীনগর সহদেশবাসিকে শুভেচ্ছা। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।
শুভেচ্ছান্তেঃ মোঃ আশিক মিয়া সদস্য জেলা পরিষদ, সিলেট। সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি আহবায়ক ওসমানীনগর উপজেলা কমিটি জাতীয় যুবসংহতি
