প্যারিসে বাংলাদেশ ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদের পূজামণ্ডপে ভক্তদের ভিড়
জামিল আহমেদ সাহেদ, ফ্রান্স
প্রকাশিত হয়েছে : ১:৩৭:৫৪,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৯দুর্গা পূজার শেষ দিন বিজয়া দশমীতে দেবীকে শেষ দেখা দেখতে পুঁজামণ্ডপে ছুটে আসেন প্যারিসে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা। এক ধরনের বিষাদের ছায়া নিয়ে বাংলাদেশ ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদের পূজামণ্ডপে এসে জড়ো হন তারা।
পূজার আনুষ্ঠানিক শুরুর আগে পূজার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বাবু রিপন দেবনাথ, সাধারণ সম্পাদক: বাবু পলাশ পাল, দশরথ পাল, উত্তম ঘোষ, চন্দন বণিক, বাবু সরকার, স্বপন সরকার ,নয়ন দাস, দীপক বালা , অজিত সাহা, রাধেশ্যাম সরকার, প্রসেনজিৎ রায়, ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, রাহুল ঘোষ রতন, প্রশান্ত পাল, মুকুল ঘোষ, সাধন সরকার, স্বপন দাস ,গোবিন্দ সাহা, বাদল দেবনাথ ।
এ সময় পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , খোকন ঘোষ, আজাদ রহমান । এসময় পূজার্থীরা বলেন মা দুর্গা আজ চলে যাবেন। মন খারাপ হওয়াটা স্বাভাবিক। মা আসায় কটা দিন খুব আনন্দে কেটেছে। পাঁচটি দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না।আগামী বছর আরো বড় আয়োজনে দুর্গাপূজা পালন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।