বিশ্বনাথে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২:৩১:৫১,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৯
সিলেটের বিশ্বনাথে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবতীর নাম পপি বেগম। বৃহস্পতিবার রাতে উপজেলার অলংকারী ইউপির লালটেক গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবতী ওই গ্রামের শুকুর আলীর মেয়ে।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, বৃহস্পতিবার আনুমানিক ২টা ৩০ মিনিটে ঘরের তীরের সঙ্গে পপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পপি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।