বালাগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে ১৬০ ফুট উঁচুতে টাওয়ারের কাজ !

রজত চন্দ্র দাস ভুলন
প্রকাশিত হয়েছে : ৫:২১:২৫,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯সিলেটের বালাগঞ্জে প্রায় ১৬০ ফুট উঁচুতে একটি টাওয়ারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তাদের নেই কোনো নিরাপত্তার বালাই। নিরাপত্তার জন্য বেল্ট পরার কথা থাকলেও তা পরেন নি এই শ্রমিকরা। বালাগঞ্জ থানার টাওয়ারে তিন নির্মাণ শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন।
তাদের সাথে কথা বললে তারা সুরমা নিউজ ডট নেটকে বলেন, বেল্ট পরতে গেলে অনেক সময় অপচয় হয়। দ্রুত কাজ করতে আমরা বেল্ট ছাড়াই টাওয়ারে কাজ করি। এতে জীবনের ঝুঁকি আছে বললে তারা বলেন, কাজতো করতে হবে।
