নগরীর চৌকিদেখিতে মদের চালানসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৯:০২:২০,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়। আটককৃতা হলেন, নগরীর বিমানবন্দর থানা এলাকার তারাপুর চা-বাগানের দিলীপ হাওলাদারের স্ত্রী মনি হাওলাদার (২৫) ও একইএলাকার মৃত রাম লাল গরের স্ত্রী বাসন্তি গর (৫০)।
র্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি ওবাইনসহ এসএমপি’র বিমানবন্দর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
এ সময় চৌখিদেখি বাজার থেকে বিমানবন্দরগামী পাকা রাস্তার উপর থেকে ১৭২ লিটার দেশীয় চোলাই মদসহ ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের এসএমপি’র বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।