করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে ইউরোপে: ফ্রান্সে ৩জন আক্রান্ত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১৫:০০,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২০বিশ্ব বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস৷ ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এই ভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করেছে ফ্রান্স৷ রোগীর সন্ধান মিলেছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও নেপালে৷
যত দিন যাচ্ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ শুক্রবার ফ্রান্স তিনজনকে শনাক্ত করেছে যাদের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে৷ এরমধ্যে দুইজন সম্প্রতি চীন ভ্রমণ করেছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনিয়েস বুজাঁ৷ তাদেরকে আলাদা করে রাখা হয়েছে৷ আক্রান্ত তৃতীয় ব্যক্তি তাদের একজনের আত্মীয়৷
ভাইরাস সংক্রমিত হওয়া আরো রোগীর সন্ধান মিলতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বুজাঁ৷ ‘‘যেহেতু রোগীরা ফ্রান্সে আসার পর অনেকের সংস্পর্শে এসেছেন, আমরা তাদেরও খোঁজ নিচ্ছি,” জানিয়েছেন তিনি৷
সম্প্রতি চীনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলে। সেখানকার বন্যপ্রাণী কেনাবেচার একটি বাজার থেকে রোগটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ এর জীবাণু মানুষের একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে৷
এ পর্যন্ত এক ডজনের বেশি দেশ তাদের নাগরিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার খবর নিশ্চিত করেছে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুক্রবার নেপালে প্রথম একজন রোগীর সন্ধান মিলেছে৷
শনিবার অস্ট্রেলিয়া এই জীবাণু আক্রান্ত চারজনের খবর নিশ্চিত করেছে৷ ভিক্টোরিয়া রাজ্যে সেসব রোগীকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ সেখানে আরো রোগীর সন্ধান মিলতে পারে বলে শংকা তাদের৷
মালয়েশিয়া জানিয়েছে, উহান থেকে সিঙ্গাপুর হয়ে আসা চীনের তিন আক্রান্ত রোগীকে তারা চিহ্নিত করেছে৷ তাদেরকে দেশটির সরকারি হাসপাতালের একটি আলাদা কক্ষে রাখা হয়েছে৷ সব মিলিয়ে এখন পর্যন্ত সারা বিশ্বে ১৩০০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷